মাওবাদী বাড়বাড়ন্ত থাকা রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানেই ডেকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের।
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তাই কর্মসূচী থাকায় দিল্লি যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের তরফে মুখ্যসচিব থাকতে পারেন বলে জানা গিয়েছে। কিন্তু মাথার উপর খাড়া হয়ে ঝুলছে জোড়া ঘূর্ণাবর্তের চাপ। তাই পশ্চিমবঙ্গের তরফে কে হাজির থাকবেন বৈঠকে কিছুই জানানো হয়নি।
সূত্রের খবর, বৈঠকে রাজ্যগুলিতে মাওবাদী কার্যকলাপের খুঁটিনাটি তথ্যের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থার রূপরেখাও আলোচনা হতে চলেছে। বিশেষ করে সুকমা-দান্তেওয়ারায় কিছুদিন যাবৎ মাওবাদী কার্যকলাপ বাড়ছে তাই চিন্তা বাড়ছে দিল্লির। তাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে উপস্থিত থাকবেন, বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জাতিভেদ নিয়ে আলোচনা করতে পারেন শাহের সঙ্গে।