রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মূর্শিদাবাদের রুমানা

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এবছর রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারি ছাত্রী। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। ভালো ফলাফলের জন্য সংবর্ধিত করা হয় তাঁকে। সেখানেই তাকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘোষণা করেন জেলাশাসক। অন্যদিকে, কৃতি ছাত্রীর পরিবর্তে তার মুসলিম পরিচয় দিয়ে তাকে উপস্থাপিত করার বিষয়টিতে মতামত জানিয়েছে ওই ছাত্রী।

সংবর্ধনার নিতে সকালেই জেলাসদরে পরিবারের সদস্যদের সঙ্গে বহরমপুরে পৌঁছন রুমানা। তাঁকে সংবর্ধিত করেন জেলাশাসক। তিনি বলেন, “মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন এক কন্যাশ্রী, যোদ্ধা ছাত্রী। তাঁকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে। এই কন্যাশ্রীর প্রথম হওয়ার বিষয়টি জেলার অন্যান্য ছাত্রীদেরও উৎসাহ জোগাবে। এটা আমাদের গর্বের বিষয়।” মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সবরী রাজকুমারও রুমানা এবং প্রীতমের মেধার প্রশংসা করে বলেন, “মুর্শিদাবাদ জেলার নাম আগেও উজ্জ্বল হয়েছে, ভবিষ্যতেও হবে। এই দুই কৃতী ছাত্রছাত্রীর জন্য আমরা গর্বিত। তাঁদের সংবর্ধনা দেওয়া হল।”

আরও পড়ুন:  সাংবাদিক উদয় বসু ও আলোক ঘোষের পরিবারকে সরকারি সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর নাম ঘোষণায় হওয়ায় খুবই খুশি রুমানা। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। তিনি বলেন, ‘‘আমার এই সাফল্যে জেলার অন্য ছাত্রীরাও উৎসাহ পাক, এটাই চাই।” আগামী দিনে বিজ্ঞানী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। অন্য দিকে, এই জেলা থেকেই ভাল ফল করেছেন প্রীতম। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেছে সে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *